শিগগিরই পাবলিক বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার ঘোষণা তালেবানের


আফগানিস্তানের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় শিগগিরই খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির ক্ষমতাসীন তালেবান সরকার। বৃহস্পতিবার (৭ অক্টোবর) তারা একথা জানায় বলে শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই।
আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ জানিয়েছে, দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার বিষয়ে এই তথ্য দিয়েছেন তালেবান সরকারের উচ্চ শিক্ষামন্ত্রী আবদুল বাকি হাক্কানি। গত আগস্ট মাসে গোষ্ঠীটি আফগান ভূখণ্ড দখলে নেওয়ার পর তাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
আবদুল বাকি হাক্কানি জানান, ‘পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি সম্পন্নের কাজ চলছে এবং ইসলামিক আমিরাতের সকল বিশ্ববিদ্যালয় শিগগিরই খুলে দেওয়া হবে। এরপর শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।’
তোলো নিউজ বলছে, গত আগস্ট মাসে তালেবানের ক্ষমতাগ্রহণের পর আফগানিস্তানের সকল বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। তবে এর কিছুদিন পরই দেশটির বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো পুনরায় চালু হয়। তালেবান সরকারের সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ইউনিয়নের একটি চুক্তির পর সেগুলো কার্যক্রম শুরু করেছিল।
তবে ক্ষমতা গ্রহণের পর প্রায় দুই মাস অতিবাহিত হতে চললেও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়াসহ শিক্ষা কার্যক্রম এখনও পুরোপুরি শুরু করতে পারেনি তালেবান। এটি নিয়ে দেশের মধ্যে সমালোচনাও হচ্ছে।
কাবুল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র অমিদ মৌলভী জাদা বলছেন, ‘আমরা দেখছি যে- তারা (তালেবান) বিশ্ববিদ্যালয় খোলার প্রস্তুতির পরিকল্পনা নিয়ে কাজ করছেন। কিন্তু এক মাসেরও বেশি সময় অতিবাহিত হলেও এখনও কোনো পরিকল্পনাই চূড়ান্ত হয়নি।’
এসএম
