ঢাকা বুধবার, ১২ নভেম্বর ২০২৫

Motobad news

৩য় বারের মতো দুর্গম অঞ্চলে টিকা পৌঁছে দিলো সেনাবাহিনী

৩য় বারের মতো দুর্গম অঞ্চলে টিকা পৌঁছে দিলো সেনাবাহিনী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দেশের প্রত্যন্ত অঞ্চলে সরকার করোনার গণটিকা কার্যক্রম ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় তৃতীয় বারের মতো বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল ১০ টায় রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম অঞ্চল বড়থলি ইউনিয়নে টিকা প্রদানের লক্ষ্যে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে ৬ সদস্যের একটি মেডিকেল টিম প্রেরণ করা হয়েছে।

গণটিকা কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার রাঙ্গামাটির পার্বত্য জেলার প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলে বসবাসকারী বিলাইছড়ি উপজেলা পরিষদের অন্তর্গত বড়থলি ইউনিয়নের প্রায় ৭০০ পাহাড়ি জনগোষ্ঠী টিকা পাবে।

বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এইবার দুর্গম বড়থলি ইউনিয়ন এর রাইখ্যং লেক সংলগ্ন পুকুরপাড়া এলাকায় গণটিকার আওতায় সিনোফার্মের ১ম ডোজ টিকা দেওয়া হয়েছে।

এভাবে দুর্গম এলাকায় সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় টিকা কার্যক্রম পরিচালনা করতে পেরে জেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধিরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দেশের প্রয়োজনে পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর এমন সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান সেনা কর্মকর্তারা।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন