ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

কাশ্মিরে স্কুলে সন্ত্রাসী হামলায় অধ্যক্ষসহ দুই শিক্ষক নিহত

কাশ্মিরে স্কুলে সন্ত্রাসী হামলায় অধ্যক্ষসহ দুই শিক্ষক নিহত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে স্কুলে সন্ত্রাসী হামলায় অধ্যক্ষসহ দুই শিক্ষক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার শ্রীনগরের সাফা কাদাল এলাকায় একটি সরকারি স্কুলে হামলা চালায় কয়েকজন অস্ত্রধারী। তাদের বাধা দেয়ার চেষ্টা করেন অধ্যক্ষ সুপ্রিন্দ্র কউর ও দিপক চাঁদ। এসময় তাদের লক্ষ্য করে গুলি করা হলে ঘটনাস্থলেই প্রাণ যায় দুই শিক্ষকের।

এ নিয়ে গেল এক সপ্তাহে সন্ত্রাসী হামলায় ৭ জনের মৃত্যু হয়েছে কাশ্মিরে। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মাঝে। কারা এই হামলা চালিয়েছে সে বিষয়ে এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে তদন্ত চলছে বলে জানানো হয়েছে।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন