বন্ধুকে নিয়ে ধর্ষণের স্বীকারোক্তি প্রেমিকের
হবিগঞ্জের বাহুবলে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে বন্ধুসহ প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তারা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন।
গ্রেপ্তারকৃরা হলেন- প্রেমিক হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ববকান্দি গ্রামের মৃত হুদ খাঁর ছেলে জুয়েল খাঁ (২২) ও তার বন্ধু বরগাঁও গ্রামের গাজী মোকামের মৃত আহম্মদ মিয়ার ছেলে জুনেদ মিয়া (২৬)। শনিবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) আলমগীর কবির।
পুলিশের কাছে ও আদালতে প্রেমিক জুয়েল খাঁ জানায়, মোবাইল ফোনে ওই কিশোরীর সঙ্গে পরিচয় ও প্রেম হয়। জুয়েল প্রেমিকাকে দেখা করতে সিলেট শহরে আসতে বলে। ৬ অক্টোবর বিকেলে ওই কিশোরীকে নিয়ে সিলেট যায় জুয়েল। সেখানের একটি হোটেলে নিয়ে কিশোরীকে ধর্ষণ করেন জুয়েল ও জুনেদ। পরদিন তাকে বাসে তুলে দেন জুনেদ।
পরে বিষয়টি স্বজনদের জানায় ওই কিশোরী। স্বজনরা বাহুবল মডেল থানায় জানালে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে।
ওসি (তদন্ত) আলমগীর কবির জানান, আসামি গ্রেপ্তারে তথ্যপ্রযুক্তি ব্যবহার করা হয়েছে। সিএনজি চালককে পুলিশ গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রেখেছে। এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না।
এমবি