ঢাকা বুধবার, ১২ নভেম্বর ২০২৫

Motobad news

এবি ব্যাংকের সাবেক এমডিকে ফিরিয়ে আনার উদ্যোগ

এবি ব্যাংকের সাবেক এমডিকে ফিরিয়ে আনার উদ্যোগ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বিভিন্ন সময় ৫০০ কোটি টাকা পাচার করে বিদেশে পলাতক এবি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমানকে দেশে ফিরিয়ে আনতে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিদেশে পাচার করে এবি ব্যাংকের ২৩৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যানসহ ২৩ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন ২০২০ সালের ২৬ নভেম্বর মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। চলতি বছরের ৮ জুন ভুয়া ওয়ার্ক অর্ডারে ১৭৬ কোটি আত্মসাতের অভিযোগে আরও একটি মামলা করেছে দুদক। আরো দুটি ব্যাংক থেকে নিয়েছেন ৩২০ কোটি নিয়ে বিদেশে পালিয়ে গেছেন মশিউর রহমান।

এসব মামলার অন্যতম অভিযুক্ত এবি ব্যাংকের সাবেক সাবেক এমডি মশিউর রহমান চৌধুরীকে দেশে ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে দুদক ও আইন প্রয়োগকারী সংস্থা।

খোঁজ নিয়ে জানা গেছে, দুদকের মামলার পর থেকেই মশিউর রহমান অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। সেখানে একই সড়কে ১০টি বাড়ি কিনেছেন। এসব বাড়ির মধ্যে একটি দশতলা বাড়িও রয়েছে। ২০১৯ সালে শেষ দিকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান তিনি। পরে সিঙ্গাপুর হয়ে অস্টেলিয়ায় চলে যান। মামলা চলাকালীন দেশ ছাড়ার জন্য তিনি নানা ছলচাতুরীর আশ্রয় নেন। তার দেশত্যাগ নিয়ে নানা প্রশ্নের জন্ম দেয়।

২০২০ সালের ২৬ নভেম্বর বিদেশে পাচার করে এবি ব্যাংকের ২৩৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যানসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক নারগিস সুলতানা ও জেসমিন আক্তার বাদী হয়ে কমিশনের ঢাকা-১ কার্যালয়ে তিনটি মামলা করেন। তিনটি মামলাতেই ২৩ আসামির একজন এবি ব্যাংকের সাবেক এমডি মশিউর রহমান চৌধুরী।

এজাহারে বলা হয়, অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে এবি ব্যাংকের ২৩৬ কোটি টাকা দুবাই ও সিঙ্গাপুরে পাচার করে আত্মসাৎ করা হয়েছে। আসামিরা অফশোর ব্যাংকিংয়ের নামে তথাকথিত এলসির বিপরীতে সর্বমোট ২৩৬ কোটি ৮ লাখ টাকা পাচার করে আত্মসাৎ করেছেন।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন