ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

Motobad news

করোনা : ২৪ ঘণ্টায় মৃত্যুশূন্য চার বিভাগ

করোনা : ২৪ ঘণ্টায় মৃত্যুশূন্য চার বিভাগ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১১ জন মারা গেছেন। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৬৯৯ জন। যেখানে চার বিভাগে কেউ মারা যাননি।

সোমবার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা ভাইরাসের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। মারা যাওয়াদের মধ্যে ২ জন পুরুষ ও ৯ জন নারী। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭ জন, খুলনা বিভাগে একজন, বরিশালে দুইজন ও ময়মনসিংহে একজন মারা গেছেন। তবে রংপুর, সিলেট, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগে কেউ মারা যাননি।

 

 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন