ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সিপিবির ‘বিক্ষোভ সপ্তাহ’ কাল শুরু

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সিপিবির ‘বিক্ষোভ সপ্তাহ’ কাল শুরু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

চাল, ডাল, তেল, আটা, চিনি, পেঁয়াজ, রসুন, সবজিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম লাগামহীন বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র ডাকে আগামীকাল ১৬ অক্টোবর থেকে দেশব্যাপী ‘বিক্ষোভ সপ্তাহ’ শুরু হচ্ছে। ‘বিক্ষোভ সপ্তাহে’ জেলা-উপজেলায় সর্বত্র ‘দাম কমাও জান বাঁচাও’ স্লোগানে হাটসভা, পথসভা ও কাঁচা বাজারের সামনে বিক্ষোভ করা হবে। আগামী ২২ অক্টোবর ঢাকাসহ সব জেলা শহরে বিক্ষোভ-কর্মসূচি পালিত হবে।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ‘দাবি সপ্তাহে’র কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল ৮টায় ঢাকায় শান্তিনগর কাঁচাবাজারে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। কর্মসূচিতে সিপিবির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম বিক্ষোভ-কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন।

নেতৃবৃন্দ বলেছেন, গণবিরোধী সরকার লুটেরা, মুনাফাখোর, মজুদদারদের ‘পাহারাদার’ হিসেবে ব্যবসায়ী সিন্ডিকেটকে রক্ষা করে চলেছে। সাধারণ মানুষের প্রতি ‘বিনা ভোটের সরকারে’র যেন কোনো দায় নেই। কর্তৃত্ববাদী সরকার যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন মানুষের যন্ত্রণা বাড়তেই থাকবে। সাধারণ মানুষের যন্ত্রণা দূর করতে, কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন