ঢাকা বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

Motobad news

আড়াই বছর পর লক্ষ্মীপুর বিএনপির কমিটি ঘোষণা

আড়াই বছর পর লক্ষ্মীপুর বিএনপির কমিটি ঘোষণা
লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান ও সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু (বাঁ থেকে)। ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে আহ্বায়ক করে আড়াই বছর পর লক্ষ্মীপুর জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। এতে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাসিবুর রহমানকে যুগ্ম-আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবুকে সদস্য সচিব করে ৩৩ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন করা হয়।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কমিটির অনুমোদন দেন। শুক্রবার রাত পৌনে ৯টায় দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নেটওয়ার্ক দুর্বলতার কারণে বক্তব্যের জন্য দায়িত্বপ্রাপ্ত নেতাদের মুঠোফোনে চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, বিলুপ্ত জেলা বিএনপির সভাপতি আবুল খায়ের ভূঁইয়া ও সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু জেলা কমিটির সভাপতি প্রার্থী ছিলেন। সাধারণ সম্পাদক প্রার্থী বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাসিবুর রহমান, সদর উপজেলা (পূর্ব) কমিটির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ ও  জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া।

সূত্র জানায়, ১৯৯৬ ও ২০০১ সালে খালেদা জিয়া লক্ষ্মীপুর-২ আসনে নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন। তখন থেকেই এ জেলাকে অনেকেই খালেদা জিয়ার ঘর বলে অবিহিত করেন। যদিও দুইবারই উপ-নির্বাচনে তিনি আসনটি ছেড়ে দিয়েছিলেন।

এদিকে জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি ২০১৯ সালের ৯ মার্চ রাতে বিলুপ্ত ঘোষণা করা হয়। কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটিটি বিলুপ্ত করেন। তখন বলা হয়েছিল, ওই বছর ৩০ এপ্রিলের মধ্যে আহ্বায়ক কমিটি গঠন করা হবে। কিন্তু আড়াই বছর পর শুক্রবার (১৫ অক্টোবর) কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি।

খোঁজ নিয়ে জানা গেছে, সবশেষ ২০০৯ সালে জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়। এতে আবুল খায়ের ভূঁইয়াকে সভাপতি ও সাহাবুদ্দিন সাবুকে সাধারণ সম্পাদক করা হয়।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন