ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

Motobad news

দেশে পৌঁছাল সিনোফার্মের দুই লাখ ডোজ টিকা

দেশে পৌঁছাল সিনোফার্মের দুই লাখ ডোজ টিকা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

চীন থেকে আরো দুই লাখ ডোজ সিনোফার্মের টিকা দেশে এসে পৌঁছেছে। রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে চীন থেকে এ দুই লাখ ডোজ টিকা এসেছে।

আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেল ৪টা ১০ মিনিটে টিকার এ চালান বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেছেন, বিকেল ৪টা ১০মিনিটে এয়ারপোর্টে চীনের সিনোফার্মের দুই লাখ ডোজ টিকা এসে পৌঁছেছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ও সাবেক রেলওয়ে সচিব ফিরোজ সালাউদ্দিন বিমানবন্দরে উপস্থিত থেকে টিকার এ চালান গ্রহণ করেন। এ সময় তিনি উপস্থিত সংবাদকর্মীদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন।

 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন