ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিকের বিরুদ্ধে সমীরের বোনের মামলা

মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিকের বিরুদ্ধে সমীরের বোনের মামলা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

এবার মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিকের বিরুদ্ধে মামলা করলেন ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) বিতর্কিত কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের বোন ইয়াসমিন ওয়াংখেড়ে।

এনসিবির মুম্বাই জোনের পরিচালক সমীর ওয়াংখেড়ের বোন বৃহস্পতিবার ওশিওয়ারা থানায় দুই পৃষ্ঠার ওই এফআইআর করেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
 
শাহরুখপুত্র আরিয়ান খানের মাদককাণ্ডের মামলার তদন্ত কর্মকর্তা সমীরের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক।

থানায় অভিযোগের পাশাপাশি বৃহস্পতিবার জাতীয় মহিলা কমিশনকে লেখা একটি চিঠিতে ইয়াসমিন জানিয়েছেন, মহরাষ্ট্রের মন্ত্রী নবাব তাকে উত্ত্যক্ত করছেন। তার ব্যক্তিগত কিছু ছবি সংবাদমাধ্যমে প্রকাশ করে দেওয়ারও হুমকি দিচ্ছেন।

এর আগে সমীরের বিরুদ্ধে যখন পরিচয় গোপন করার অভিযোগ এনেছিলেন নবাব, তখন ইয়াসমিনের প্রসঙ্গ তুলেছিলেন। তবে কমিশনকে লেখা চিঠিতে ইয়াসমিন জানিয়েছেন, মন্ত্রী শুধু তার নাম উল্লেখ করেই থেমে যাননি। ফেসবুকে, ইনস্টাগ্রামে তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পুরনো দিনের ব্যক্তিগত মুহূর্তের ছবি সংগ্রহ করেছেন।

সংবাদমাধ্যমে সেসব ছবি প্রকাশ করে দেওয়ার ভয়ও দেখিয়েছেন। ফলে নবাব বনাম সমীরের লড়াইয়ে এবার নতুনমাত্রা যোগ হলো।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন