ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

হুররাম সুলতানের দুর্লভ ছবি দেড় কোটিতে বিক্রি

হুররাম সুলতানের দুর্লভ ছবি দেড় কোটিতে বিক্রি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


অটোমান বা উসমানীয় সাম্রাজ্যের সুলতান প্রথম সুলাইমানের স্ত্রী হুররাম সুলতানের একটি দুর্লভ চিত্রকর্ম নিলামে ১ কোটি ৪৭ লাখ ২৩ হাজার ২১১ টাকায় (১ লাখ ৭৩ হাজার মার্কিন ডলার) বিক্রি হয়েছে।

তুরস্কের সম্প্রচারমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যভিত্তিক সংস্কৃতি বিষয়ক নিলাম প্রতিষ্ঠান সাদেবিস লন্ডনে এই নিলামের আয়োজন করে। ২৭ অক্টোবর লন্ডনে ‘ইসলামি বিশ্ব ও ভারতের শিল্প’ শিরোনামে চিত্রকর্ম প্রদর্শন করা হয়। সেখানেই হুররামের চিত্রকর্মটি নিলামে বিক্রি হয়।  

এই নিলাম অনুষ্ঠানের আয়োজন করা হয় ইসলামি বিশ্বের শিল্পী ও কারিগরদের অর্জনের এক হাজার বছর উদযাপন উপলক্ষে। এতে জায়গা পায় অন্তত ২০০ শিল্পকর্ম। নিলাম কর্তৃপক্ষ জানায়, হুররাম সুলতানের চিত্রকর্মটি ১৬-১৭ শতকের শেষে অঙ্কিত। ইতালীয় শিল্পী টিটিয়ানের এক শিষ্য এই চিত্রটি আঁকেন।

সাদেবিসের ডেপুটি ডাইরেক্টর আলেকজান্দ্রিয়া ইয়াসমিনা রয় বলেন, সুলাইমান দ্য ম্যাগনিফিসেন্টের বিখ্যাত স্ত্রী রোক্সেলানা সাধারণ দাসী হিসেবে হেরেমে জীবন শুরু করেন এবং শেষপর্যন্ত দরবারের শীর্ষ ক্ষমতাশালী নারী হিসেবে নিজেকে তুলে নেন। তিনি অবিশ্বাস্য ধরনের অনুপ্রেরণাদায়ক।

পাশ্চাত্যে রোক্সেলানা নামে পরিচিত হুররাম সুলতান। অপরদিকে উসমানীয় সাম্রাজ্যের সুলতান প্রথম সুলাইমান, যিনি ইতিহাসে সুলাইমান আল-কানুনি (আইনদাতা সুলাইমান) নামেও পরিচিত। পশ্চিমা দেশগুলোতে তাকে সুলাইমান দ্য ম্যাগনিফিসেন্ট (মহান সুলাইমান) নামে ডাকা হয়।  

প্রসঙ্গত, বাংলাদেশিদের কাছে হুররাম সুলতানের পরিচয় হয় তুরস্কে নির্মিত সুলতান সুলেমান ধারাবাহিকে মাধ্যমে। এই ধারাবাহিক বিশ্বজুড়ে বেশ জনপ্রিয়।  


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন