ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

সুদানে সামরিক অভ্যুত্থানের প্রতিবাদকারীদের ওপর হামলা

সুদানে সামরিক অভ্যুত্থানের প্রতিবাদকারীদের ওপর হামলা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সুদানে সামরিক অভ্যুত্থানের প্রতিবাদ করা আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছে নিরাপত্তা বাহিনী। সামরিক ক্ষমতা দখলের চারদিন পর দেশটির খার্তুমে সৈন্যদের সঙ্গে আন্দোলনকারীদের এ সংঘর্ষ ঘটে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার বরাতে জানা যায়, হামলায় অন্তত একজন আন্দোলনকারীর মৃত্যু হয়েছে।

এদিকে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সেনাবাহিনীর ক্ষমতা দখলের বিষয়টিকে গভীর উদ্বেগের বিষয় বলেছে। এ ছাড়া জাতিসংঘ দেশটির বিদ্যমান দুইপক্ষকে আলোচনায় বসার আহ্বানও জানিয়েছে।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর সুযোগ দিতে হবে ও গণমানুষের সরকার গঠন করতে হবে।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন