সুদানে সামরিক অভ্যুত্থানের প্রতিবাদকারীদের ওপর হামলা


সুদানে সামরিক অভ্যুত্থানের প্রতিবাদ করা আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছে নিরাপত্তা বাহিনী। সামরিক ক্ষমতা দখলের চারদিন পর দেশটির খার্তুমে সৈন্যদের সঙ্গে আন্দোলনকারীদের এ সংঘর্ষ ঘটে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার বরাতে জানা যায়, হামলায় অন্তত একজন আন্দোলনকারীর মৃত্যু হয়েছে।
এদিকে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সেনাবাহিনীর ক্ষমতা দখলের বিষয়টিকে গভীর উদ্বেগের বিষয় বলেছে। এ ছাড়া জাতিসংঘ দেশটির বিদ্যমান দুইপক্ষকে আলোচনায় বসার আহ্বানও জানিয়েছে।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর সুযোগ দিতে হবে ও গণমানুষের সরকার গঠন করতে হবে।
এমবি
