ঢাকা শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

Motobad news
শিরোনাম
  • কুরআন অবমাননাকারী অপূর্বপালের শাস্তির দাবিতে বরিশালে মানববন্ধন জুলাই সনদে স্বাক্ষর করেনি এনসিপি ও ৪ বাম দল শান্তিরক্ষা মিশন থেকে ফিরবে আরও ১৩১৩ বাংলাদেশি কীভাবে নির্বাচন করবেন, একটা সনদ করেন—রাজনৈতিক নেতাদের ড. ইউনূস উজিরপুর সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল গ্রেফতার  উজিরপুরে জেলেকে এক মাসের কারাদণ্ড  বিশেষ মহল আ'লীগকে পুনর্বাসন করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত: রহমাতুল্লাহ  জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা: ড. ইউনূস সংসদ ভবন এলাকায় সংঘর্ষ থেমেছে, অবস্থান নিয়েছে সেনাবাহিনী জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে জুলাই সনদে পরিবর্তন আনা হয়েছে
  • খ্রিস্টানদের ‘কবর আশির্বাদ দিবস’ পালিত

    খ্রিস্টানদের ‘কবর আশির্বাদ দিবস’ পালিত
    খ্রিস্টানদের কবর আশির্বাদ দিবসে শ্রদ্ধা নিবেদন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খ্রিস্টান ধর্মাবলম্বীদের বাৎসরিক কবর আর্শিবাদ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) নির্ধারিত সময়ে মৃত স্বজনের কবরে ফুল দিয়ে মোমবাতি প্রজ্জ্বলের মাধ্যমে শ্রদ্ধা ও মৃতদের আত্মার শান্তি কামনায় আর্শিবাদ অনুষ্ঠিত হয়।   


    বরিশাল শহরের খ্রিষ্টাভক্তরা শহরের বিভিন্ন প্রান্ত থেকে সমাহিত স্বজনদের কবরস্থানে সমবেত হয়ে বিভিন্ন বয়সের নারী-পুরুষ-শিশু খ্রিস্টধর্মের অনুসারীরা স্বাস্থ্যবিধি মেনে এই অনুষ্ঠান পালন করেছে।

     

    সকালে ৯-টায় সদর রোড সাহেবের গোরস্থান এবং বিকেল তিনটায় প্রটেষ্টান খ্রিষ্টাভক্তরা তাদের কবরস্থার অক্সফোর্ড মিশনের মধ্যে, ব্যাপ্টিষ্ট খ্রিষ্টভক্তরা সাগরদী মেডিকেলের সামনের কবরস্থানে এবং ক্যাথলিক খ্রিষ্টভক্তরা সাগরদী মেডিকেলের সামনের দক্ষিণপাশের কবরস্থানে উপস্থিত হয়ে বিশেষ খ্রিস্টজাগের মাধ্যমে  মৃতদের আত্মার শান্তি কামনায় আর্শিবাদ করে দিনটিকে পালন করেছে। প্রটেষ্টানদের কবরস্থানে বিশপ সৌরভ ফলিয়া, রেভা. আলবার্ট হালদার এবং ফাদার ফ্রান্সিস ও ফাদার জন ও ব্যাপ্টিষ্ট কবরস্থানে পালক শুকান্ত বাড়ৈ এবং ক্যাথলিক কবরস্থানে স্থানীয় পুরোহিত উপস্থিত থেকে এই বিশেষ প্রর্থনা পরিচালনা করেন।  


    বিশেষত : খ্রিষ্টধর্মাবলম্বীদের ২ নভেম্বর হচ্ছে ‘‘কবর আর্শিবাদ’’ দিবস। এদিনে খ্রিস্টীয় পরিবারবর্গের মধ্যে যারা বিভিন্ন সময় মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার শান্তি আর্জনের জন্য প্রার্থনার মাধ্যমে তাদের বিশেষভাবে স্মরণ করা হয়। এদিনটি আসার পূর্বেই স্বজনেরা তাদের প্রিয়জনের কবরের সংস্কার করেন এবং কবর আর্শিবাদের দিবসে স্বজনরা বিভিন্ন ফুল দিয়ে সমাধি সাজিয়ে তাতে আগরবাতি, রং-বেরঙের মোমর আলো জ্বালিয়ে এক স্বর্গীয় পরিবেশ তৈরি করে স্বজন ও পূর্বপুরুষের স্মৃতির উদ্দেশ্যে বিশেষ প্রার্থনায় মৃতদের স্মরণে দিনটিকে মূল্যায়িত করা হয়। 


    প্রতি বছরের নির্দিষ্ট ২ নভেম্বরেই খ্রিস্টভক্তরা সমবেত হয়ে সমাধিতে স্বজনদের স্মৃতির উদ্দেশ্যে জ্বালিয়ে দেয়া হয় আলোর প্রদীপ, পুরোহিত শান্তির জল ছিটিয়ে প্রত্যেক কবরের আত্মার শান্তির জন্য প্রর্থনা করেন। একইসাথে প্রিয়জনেরও মৃত স্বজনদের স্মৃতির উদ্দেশ্যে মোমবাতি প্রজ্বলন ও বিশেষ প্রর্থনার মধ্য দিয়ে এই কবর আর্শিবাদ অনুষ্ঠান পালন করে থাকে।
     


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ