কপ-২৬ সম্মেলনে বাইডেনের ঘুম!

স্কটল্যান্ডে কপ২৬ জলবায়ু সম্মেলনে যোগ দিতে আসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার (২ নভেম্বর) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের বিশ্ব নেতাদের ভাষণের সময় তিনি ঘুমিয়ে পড়েন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্রথমে সাত সেকেন্ডের জন্য চোখ বন্ধ করেছিলেন বাইডেন। তারপর চোখ খুললেও তা যেন বন্ধ হয়ে আসছে, তিনি খোলা রাখার চেষ্টা করেন। কিন্তু একপর্যায়ে ২২ সেকেন্ডের জন্য চোখ বন্ধ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। পরে একজন সহকারী এসে তাকে জাগিয়ে তোলেন। পরে চোখ খুলে মাথা নাড়েন তিনি।
শারীরিক প্রতিবন্ধী পরিবেশ আন্দোলনকর্মী এডি এনদোপুর বক্তব্য রাখার সময় বাইডেন ঘুমিয়ে পড়েন। এডির বক্তব্য শেষ করলে সম্মেলনে উপস্থিতরা যখন করতালি দিচ্ছিলেন সে সময় সহযোগীর ডাকে ঘুম ভাঙে বাইডেনের। এ সময় চোখ মুছতে দেখা যায় তাকে।
এমবি