করোনায় আক্রান্ত ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন। সোমবার রাতে রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমকে মুখপাত্র সায়ীদ খতিবজাদেহ বলেন, “তার অবস্থা এমনিতে ভালো আছে। কোয়ারেন্টাইনে থেকে কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।” তবে এ কারণে তার ভ্রমণ সূচিগুলো পরিবর্তন করতে হয়েছে।
বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, সোমবার সকালে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ইন্দো-ইরানিয়ান জয়েন্ট ইকোনোমিক কমিশনের বৈঠকে উপস্থিত থাকতে নভেম্বরের শেষ দিকে ভারতে যাবেন পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান। চলতি মাসে তিনি নয়া দিল্লিতে যেতে পারবেন কিনা সে ব্যাপারে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত কিছু বলা হয়নি। নভেম্বরের শেষের দিকে ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তি নিয়ে ছয় বিশ্ব শক্তির প্রতিনিধিদের সঙ্গে তেহরানের আলোচনা ফের শুরু হওয়ার কথা রয়েছে।
তবে এই আলোচনায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী সরাসরি অংশ নিচ্ছেন না। ৫৭ বছর বয়সী এই কূটনীতিক গত আগস্ট মাসে পররাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। ইরানের বিপ্লবী গার্ডস, লেবাননের প্রভাবশালী হিজবুল্লাহ ও মধ্যপ্রাচ্যে অন্যান্য ইরানের ছায়াবাহিনীর সঙ্গে হোসেইন আমির আবদুল্লাহিয়ানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়।
এদিকে, সোমবারও দেশটির স্বাস্থ্যবিভাগের পরিসংখ্যান অনুযায়ী, করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ২১৭ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৬৭৮ জন।
এমবি