ঢাকা বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

Motobad news

১৮ দিন পর নিখোঁজ ক্লিও স্মিথকে জীবিত উদ্ধার

১৮ দিন পর নিখোঁজ ক্লিও স্মিথকে জীবিত উদ্ধার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নিখোঁজ হওয়ার ১৮ দিন পর অস্ট্রেলিয়ায় চার বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত ওই শিশুর নাম ক্লিও স্মিথ। মঙ্গলবার (২ নভেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত এলাকার একটি তালাবদ্ধ ঘর থেকে তাকে উদ্ধার করে পুলিশ।

বুধবার (৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। চার বছর বয়সী শিশু ক্লিও স্মিথের নিখোঁজ হওয়ার বিষয়টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে ব্যাপকভাবে জায়গা করে নেয় এবং বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করে।

বিবিসি জানিয়েছে, অস্ট্রেলিয়ার কারনারভান শহরে পারিবারিক ভ্রমণের সময় গত ১৬ অক্টোবর তাঁবু থেকে নিখোঁজ হয় চার বছর বয়সী শিশু ক্লিও স্মিথ। নিখোঁজ হওয়ার পর সে অপহরণের শিকার হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছিল।

পরে স্মিথকে উদ্ধারে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে অস্ট্রেলীয় পুলিশ। এমনকি স্মিথকে খুঁজে দিতে বা তার সম্পর্কে যেকোনো তথ্য দিলে ৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার (১০ লাখ অস্ট্রেলিয়ান ডলার) পুরস্কার ঘোষণা করা হয়।

পরে মঙ্গলবার তাকে দেশটির পশ্চিমাঞ্চলের দুর্গম এলাকার একটি তালাবদ্ধ ঘর থেকে জীবিত উদ্ধার করা হয়। এর আগে কারনারভন থেকে ৩৬ বছর বয়সী এক ব্যক্তি আটক করে পুলিশ। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানানো হয়েছে।

বুধবার এক বিবৃতিতে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান ডেপুটি কমিশনার কল ব্লানচ বলেছেন, উপকূলবর্তী এলাকা কারনারভান থেকে শিশু ক্লিও স্মিথকে উদ্ধার করা হয়েছে। সেখানকার তালাবদ্ধ একটি বাড়ির দরজা ভেঙে একটি কক্ষ থেকে তাকে উদ্ধার করা হয়। এর আগে সকালে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

তিনি আরও বলেন, বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা ভালো আছে। উদ্ধারের পরপরই ক্লিও স্মিথকে তার বাবা-মার কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

এদিকে সন্তানকে ফিরে পেয়ে খুবই খুশি ক্লিওর পরিবার। শিশুটির মা এলি স্মিথ সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে জানান, ‘আমরা পুরো পরিবার আবার একসঙ্গে হতে পেরেছি।’


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ