৫ ইঞ্চি সাবানের ওপর কালী প্রতিমা! তাক লাগালেন যুবক

ছোট্ট একটি সাবান। আর তার ওপরই শোভা পাচ্ছে এক কালীমূর্তি। কালীপূজার আগে সাবানের ওপর এমনই এক প্রতিমা তৈরি করে তাক লাগালেন ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার কালনার শিল্পী অরিজিৎ গঙ্গোপাধ্যায়।
ব্যতিক্রমী কোনো এক শিল্পকর্ম তৈরি করায় সুনাম রয়েছে এই শিল্পীর। ব্লেড থেকে বিস্কুট, স্টিলের বাসন থেকে আখের ছিবড়ের মতো নানান বস্তু দিয়ে অভিনব মূর্তি তৈরি করেছেন তিনি। প্রতি বছরই দুর্গা ও কালীমূর্তি তৈরির বরাতও আসত। তবে করোনার কারণে এবার সেভাবে কোনো কাজ ছিল না। শেষ মূহূর্তে নদিয়া জেলার তাহেরপুরের সার্কুলার রক ক্লাবের পক্ষ থেকে সাবানের ওপর কালীমূর্তি তৈরির বরাত পান তিনি।
অরিজিৎ বলেন, যেসব পূজা কমিটির হয়ে ঠাকুর তৈরির কাজ করতাম করোনা পরিস্থিতিতে আর্থিক অবস্থা খারাপ থাকায় অনেকেই পূজার বাজেট কমিয়ে দিয়েছেন। তাই সেভাবে অর্ডারও মেলেনি। শেষপর্যন্ত এই কাজটা করি।
তিনি আরও জানান, ২০ টাকা দিয়ে কেনা সাড়ে পাঁচ ইঞ্চি লম্বা ও দুই ইঞ্চি চওড়া এই সাবানের ওপর এই মূর্তি তৈরি করা হয়েছে। নদিয়ার ওই পূজামণ্ডপে এই প্রতিমা দেখতে হবে আতস কাঁচ দিয়ে।
উল্লেখ্য, এটাই অরিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রথম সৃষ্টি নয়। এর আগে এক খণ্ড চকের ওপর দেবী দুর্গা তৈরি করেছিলেন। ষাট হাজার পয়সা, ব্লেড, একটি দেশলাই দিয়ে গড়েছিলেন কালীমূর্তি। যা সবার নজর কেড়েছিল।
এসএম