ঢাকা বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

Motobad news

সাড়ে ৯ লাখ মাটির প্রদীপ জ্বালিয়ে বিশ্বরেকর্ড

সাড়ে ৯ লাখ মাটির প্রদীপ জ্বালিয়ে বিশ্বরেকর্ড
সংগৃহীত ছবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

প্রায় সাড়ে নয় লাখ মাটির প্রদীপ জ্বলে উঠলো ভারতের অযোধ্যায়। গতকাল বুধবার (৩ নভেম্বর) দীপালী উপলক্ষে সরযূ নদীর তীরে জ্বালানো হয়েছিল ৯ লাখ ৪১ হাজার ৫৫১টি মাটির প্রদীপ। একটি জায়গায় এত সংখ্যক মাটির প্রদীপ এর আগে বিশ্বের কখনও কোথাও জ্বলেনি। তাই মাটির প্রদীপ জ্বালানোতে তৈরি হল গিনেস ওয়ার্ল্ড রেকর্ড।

নতুন এই রেকর্ডের কথা জানিয়েছে ওই রাজ্যের তথ্য ও সম্প্রচার দফতর। গিনেস কর্তৃপক্ষ রেকর্ডের একটি শংসাপত্রও দিয়েছে। যোগীরাজ্যের তথ্য এবং জনসংযোগ দফতরের আইএএস অফিসার নিজের টুইটার থেকে শেয়ার করেছেন সেই শংসাপত্রের ছবি। সরযূ নদীর তীর ছাড়াও অযোধ্যার বিভিন্ন জায়গায় আরও ৩ লাখ প্রদীপ জ্বালানো হয়েছিল এদিন।১২ হাজার স্বেচ্ছাসেবক প্রদীপ জ্বালানোর কাজে হাত লাগিয়েছিলেন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ