ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পণ্য পরিবহন বন্ধ ঘোষণা

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পণ্য পরিবহন বন্ধ ঘোষণা
ফাইল ছবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আগামী ২৪ ঘণ্টার মধ্যে তেলের বর্ধিত মূল্য না কমালে শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের পণ্য পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে ট্রাক-কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক সমিতি।

ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক হোসেন মজুমদার বলেন, 'ডিজেলের দাম বাড়ানোর কারণে আমাদের পরিবহন চালানো সম্ভব নয়। হুট করে এই ধরনের দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই।'

পরিবহন মালিক সমিতির একটি সূত্র জানিয়েছে, এরই মধ্যে ঢাকার বাইরে অনেক জায়গায় পণ্য পরিবহনের গাড়ি চলাচল বন্ধ করা হয়েছে। আজই আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে পরিবহন ধর্মঘট কার্যকর হতে যাচ্ছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন