ভারতে বাংলাদেশিকে পিটিয়ে হত্যা

গরু চোর সন্দেহে ভারতের ত্রিপুরায় এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। শুক্রবার (৫ নভেম্বর) গভীর রাতে ত্রিপুরার সিপাহীজলা জেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, ওই দিন রাতে বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে সন্দেহভাজন তিনজন গরু চোরাকারবারি ত্রিপুরায় প্রবেশ করেন। পরে তারা সোনামুরার কমল নগর গ্রামে এক বাড়ি থেকে গরু চুরির চেষ্টা করেন। প্রতিবেশিদের সহযোগিতায় বাড়ির মালিক একজনকে আটক করে গণপিটুনি দেয়। এতেই তার মৃত্যু হয়। বাকি দুইজন পালিয়ে যায়।
পুলিশ বলছে, স্থানীয় একদল জনতার পিটুনিতে ওই ব্যক্তির মৃত্যু হয়। শনিবার সকালে পুলিশ নিহত ব্যক্তির কাছে একটি মোবাইল ফোন ও বাংলাদেশি মুদ্রা টাকা পেয়েছে।
এমবি