ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

Motobad news

এ মাসে তিন কোটি ভ্যাকসিন দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

এ মাসে তিন কোটি ভ্যাকসিন দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এ পর্যন্ত প্রায় ছয় কোটির বেশি ভ্যাকসিন দেওয়া হয়েছে। প্রত্যেক মাসে ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম জোরদার করা হচ্ছে। এ মাসে আশা করছি তিন কোটি ডোজ টিকা দেওয়া হবে।

রোববার গাজীপুরের কাশিমপুর থানার সুরাবাড়ি এলাকায় ডিবিএল ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, তিন কোটি ডোজ দিতে পারলে আরও দুই কোটি নতুন লোক টিকা পেতে পারে। ২১ কোটি ভ্যাকসিন ক্রয় করা হয়েছে, সিরিঞ্জও বিদেশ থেকে ক্রয় করেছি। সেগুলো আমরা সিডিউল অনুযায়ী পাচ্ছি।

মন্ত্রী আরও বলেন, ভ্যাকসিন কার্যক্রম চলতে থাকবে, গতি লাভ করবে। করোনা নিয়ন্ত্রণে আছে বিধায় দেশের জীবনযাত্রা প্রায় স্বাভাবিক হয়ে আসছে। এটা আমরা স্বাভাবিক রাখতে চাই। এটা সম্ভব হবে আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে চলি।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিবিএল গ্রুপের চেয়ারম্যান এমএ ওয়াহেদ। এতে স্বাগত বক্তব্য দেন ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমএ জব্বার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সায়েফ উদ্দিন আহমেদ, ড. হাবিব-ই- মিল্লাত এমপি, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন প্রফেসর ড. এসএম আব্দুর রহমান প্রমুখ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী ওষুধ কারখানাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং কারখানা চত্বরে ঔষধি গাছের চারা রোপণ করেন।

১২ একর জমির ওপর প্রায় ২ বিলিয়ন ইউনিট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ডিবিএলের প্রকল্পটিতে ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ, ইনজেকশন, ইনহেলারসহ প্রায় সব ধরনের ওষুধ উৎপাদন হবে। প্রায় ৭০০ কোটি টাকা বিনিয়োগে গাজীপুরের কাশিমপুরে সুরাবাড়ি এলাকায় এ প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন