ঢাকা বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

Motobad news

মার্কিন গোয়েন্দা পরিচালকের সঙ্গে বিরল আলোচনা পুতিনের

মার্কিন গোয়েন্দা পরিচালকের সঙ্গে বিরল আলোচনা পুতিনের
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক উইলিয়াম বিল বার্নসের সঙ্গে বিরল আলোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত সপ্তাহে বিল বার্নসের মস্কো সফরকালে এই আলোচনা হয় বলে সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে।

ইউক্রেন সীমান্তে রাশিয়ার সামরিক উপস্থিতির বিষয়ে যুক্তরাষ্ট্রের ‘গভীর’ উদ্বেগ জানানোর জন্য এবং এ ব্যাপারে রাশিয়ার অভিপ্রায় জানার চেষ্টা হিসেবে এই আলোচনা হয়েছে বলে এর সঙ্গে সরাসরি সম্পৃক্ত অন্তত দুইটি সূত্র সিএনএনকে জানিয়েছে।

পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভও সোমবার সিএনএনকে এই আলোচনার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, টেলিফোনে ওই আলোচনা হয়েছে।

একটি সূত্র সিএনএনকে জানায়, রুশ সামরিক উপস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ‘গভীরভাবে উদ্বিগ্ন’। ওই সূত্র আরও জানান, আক্রমণ বা অনুপ্রবেশের আশঙ্কা আমলে না নেওয়া আমাদের জন্য বোকামি হবে।

ফোনে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে পেসকভ জানান, দ্বিপাক্ষিক সম্পর্ক,  দুজনের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে সংকটাপন্ন পরিস্থিতি আর আঞ্চলিক সংঘাতের উপর মত বিনিময় হয়েছে।

সাইবার নিরাপত্তাও দুজনের আলোচনায় স্থান পেয়েছে বলে জানিয়েছেন পেসকভ।

বাইডেন প্রশাসন যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপের কারণে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এছাড়া রাশিয়ার ভিন্নমতাবলম্বী নেতা অ্যালেক্সি নাভালনির ওপর নভোচক বিষ প্রয়োগ, যুক্তরাষ্ট্রের স্বার্থে সাইবার আক্রমণ পরিচালনার জন্য রাশিয়ার কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বাইডেন প্রশাসন।

এছাড়া ইউক্রেন সীমান্তে রাশিয়া সৈন্য জড়ো করছে এমন অভিযোগ তুলছে  যুক্তরাষ্ট্র।

এসব বিষয় নিয়ে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনার মধ্যেই রুশ প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন গোয়েন্দা প্রধানের আলোচনাকে বিরল হিসেবে দেখা হচ্ছে।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ