ঢাকা বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

Motobad news

বন্যায় চীনে ৫৯০ মৃত্যু

বন্যায় চীনে ৫৯০ মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

অস্বাভাবিকভাবে বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় চলতি বছরে চীনে অন্তত ৫৯০ জনের মৃত্যু হয়েছে। এতে দেশটির বিভিন্ন অঞ্চলে ৫ কোটি ৯০ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।
 
সোমবার (৮ নভেম্বর) কর্মকর্তাদের বরাতে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানায়।

চীনের জরুরি ব্যবস্থাপনা বিষয়ক উপ-মন্ত্রী ঝোও ঝুয়েন এক সংবাদ সম্মেলনে বলেন, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বন্যায় ৫ কোটি ৮৯ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। এ সময়ে ৫৯০ জন নিহত হয়েছেন। এছাড়াও এতে ৩৫ লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে হয়েছে।  

ঝোও ঝুয়েন বলেন, অস্বাভাবিকভাবে বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় ২ লাখ ৩ হাজার বাড়িঘর ধসে পড়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩ হাজার ৭৬০ কোটি মার্কিন ডলার সম্পদ।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ