মন্ত্রিসভায় রদবদল করলেন মমতা
অর্থ, পঞ্চায়েত, ক্রেতা সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে বড় ধরনের রদবদল করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। টানা তৃতীয় মেয়াদে রাজ্য সরকার গঠনের ছয় মাস পর মন্ত্রিসভায় এ পরিবর্তন আনলেন তিনি।
মন্ত্রিসভার রদবদল করে সুব্রত মুখোপাধ্যায়ের দপ্তর দেওয়া হয়েছে বিধায়ক পুলক রায়কে। এখন তিনি জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের মন্ত্রী। অতিরিক্ত দায়িত্ব হিসেবে তার হাতে পঞ্চায়েতের ভার দেন মুখ্যমন্ত্রী মমতা।
আর অর্থমন্ত্রী হিসেবে অমিত মিত্রের মেয়াদ শেষ হওয়ায় সেটা নিজের হাতে রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী করা হয়েছে চন্দ্রিমা ভট্টাচার্যকে। আর অর্থ উপদেষ্টা করে রাখা হয়েছে অমিত মিত্রকে।
এ ছাড়া দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন সাধন পাণ্ডে। তার জায়গায় ক্রেতা সুরক্ষা দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে মানস ভুঁইয়াকে। আর পঞ্চায়েত দপ্তরের প্রতিমন্ত্রী করা হয়েছে বেচারাম মান্নাকে। তিনি এখন শ্রম দপ্তরের মন্ত্রী। মানস ভুঁইয়া এখন জলসম্পদ উন্নয়নমন্ত্রী। সুতরাং পুরোনো মন্ত্রীদেরই নানা দায়িত্বে নিয়ে আসা হলো। সেক্ষেত্রে সম্প্রসারণ হলো না মন্ত্রিসভা।
আবার রাষ্ট্রায়ত্ত উদ্যোগ ও শিল্প পুনর্গঠন দপ্তরের প্রতিমন্ত্রী করা হয়েছে বীরবাহা হাঁসদাকে। তিনি বন প্রতিমন্ত্রী ছিলেন। সঙ্গে নতুন যুক্ত হলো শিল্প পুনর্গঠন। স্বনির্ভর গোষ্ঠী ও স্ব-নিযুক্তি দপ্তরের মন্ত্রী হচ্ছেন শশী পাঁজা। এখন তিনি নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ মন্ত্রী। তথ্য কমিশনের নতুন দুই সদস্য হলেন নবীন প্রকাশ এবং বীরেন্দ্র।
এমবি