ঢাকা বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

Motobad news

সদ্য বিজেপি ছাড়া শ্রাবন্তীকে মমতার আমন্ত্রণ, জল্পনা তুঙ্গে

সদ্য বিজেপি ছাড়া শ্রাবন্তীকে মমতার আমন্ত্রণ, জল্পনা তুঙ্গে
ফাইল ছবিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে শ্রাবন্তী (ডানে)
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী প্রথমবারের মতো নির্বাচনের মাঠে নেমে সুবিধা করতে পারেননি। চলতি বছরের নির্বাচনে বেহালা পশ্চিম কেন্দ্রে তৃণমূল কংগ্রেস নেতা পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে গিয়ে হেরেছিলেন। এবার বিজেপির সঙ্গে সম্পর্কই ছিন্ন করে ফেললেন তিনি।

টুইটারে এমন ঘোষণার পর শ্রাবন্তীকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমন্ত্রণের খবর আলোচনার ঝড় তুলেছে। ভারতীয় গণমাধ্যম ওয়ান ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী তাকে আমন্ত্রণ জানিয়েছেন। এতে এই অভিনেত্রীর তৃণমূলে যোগ দেওয়া নিয়ে জল্পনা তীব্র হয়েছে। যদিও শ্রাবন্তী নিজে এখনও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি।
এদিন সকালে টুইটে বিজেপির সঙ্গে সবরকমের সম্পর্ক ছিন্ন করার কথা জানান শ্রাবন্তী। তিনি লিখেছেন, ‘বিজেপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছি। বাংলার উন্নয়নের জন্য বিজেপি আন্তরিক নয়। বাংলার জন্য কাজ করার মনোভাবের অভাব রয়েছে তাদের।’

উল্লেখ্য, গত ১ মার্চ বিজেপি-তে যোগ দেন শ্রাবন্তী। নির্বাচনে হেরে যাওয়ায় বিজেপির মধ্যে কঠিন সমালোচনার মুখে পড়েন তিনি। সম্প্রতি অনেকেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। শ্রাবন্তীও পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলে যোগ দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ