ঢাকা বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

Motobad news

ডিসেম্বরে ভারত সফরে আসছেন পুতিন

ডিসেম্বরে ভারত সফরে আসছেন পুতিন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভারত সফরে আসতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই দেশের মধ্যে বার্ষিক সামিট উপলক্ষে আগামী ৬ ডিসেম্বর দিল্লিতে আসতে পারেন তিনি।

একদিনের ভারত সফরে তিনি দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে, বিভিন্ন বিষয়ে আলোচনাও করবেন তারা। এ সফরেই বেশ কিছু চুক্তি স্বাক্ষর হতে পারে বলে দাবি ভারতীয় গণমাধ্যমের। 

ডিসেম্বরে ভারতের বিমান বাহিনীর হাতে রাশিয়ান যান এস ৪০০ আসতে পারে। আকাশপথে সুরক্ষা বৃদ্ধি করতে রাশিয়ার কাছ থেকে এ যান সরবরাহ নিয়ে চুক্তি হয়েছিল ভারতের। তার আগেই দেশটি সফরে যাচ্ছেন পুতিন। 

সংশ্লিষ্ট সূত্রের খবর, পুতিন-মোদির বৈঠকে আলোচনার শীর্ষে রয়েছে কোভিড সংকট ইস্যু। রাশিয়ার স্পুটনিক ভি ভ্যাকসিন ভারতে উৎপাদন করছে এবং কোভিডের মারাত্মক দ্বিতীয় ঢেউয়ের সময় মস্কো নয়া দিল্লিতে মানবিক সহায়তা পাঠিয়েছিল। 

উভয় দেশই আফগানিস্তানের সমস্যার সঙ্গে যুক্ত, রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (নিরাপত্তা পরিষদের সচিব) নিকোলাই পি পাত্রুশেভ দেশের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য অগাস্টে তালেবানের কাবুল দখলের পর থেকে দুই বার দিল্লি সফরে এসেছেন। ধারণা করা হচ্ছে, আলোচনার টেবিলে এসব বিষয়ও গুরুত্বের সঙ্গে ঠাঁই পাবে। 

সূত্র : জি নিউজ ইন্ডিয়া


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ