ঢাকা বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

Motobad news

গরমের প্রভাবে ছোট হয়ে যাচ্ছে পাখির আকৃতি!

 গরমের প্রভাবে ছোট হয়ে যাচ্ছে পাখির আকৃতি!
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ছে প্রকৃতি। দীর্ঘ এক গবেষণায় বিজ্ঞানীরা জানতে পেরেছেন, পাখির আকার-আকৃতি ক্রমেই কমে যাচ্ছে। বিশ্ব উষ্ণায়নের সঙ্গে কোনোভাবেই খাপ খাওয়াতে পারছে না এক শ্রেণির পাখি। গরম ও শুষ্ক পরিবেশ পাখিদের জন্য সহনীয় হচ্ছে না বলে ধারণা একদল গবেষকের।

তারা ব্যাখ্যা করছেন, শরীরের আকার বড় থাকলে, যেমন পাখিদের ক্ষেত্রে ডানা বড় হলে তা চালাতে তাদের শরীরে যে শক্তির প্রয়োজন হয়, সেই শক্তি প্রয়োগ করলে গরম পরিবেশে পাখিদের শরীরে স্ট্রেস তৈরি হয়। কিন্তু শরীর ছোট হলে এ সমস্যা হয় না। এনার্জি কম খরচ হয়। তখন তাদের শরীর দ্রুত উষ্ণ হয়ে ওঠে না। শরীর তুলনায় ঠান্ডা থাকে।

এ বিষয়টাতেই অভিযোজিত হচ্ছে পাখির দল। ফলে দিন দিন তাদের আকার আকৃতি ছোট হয়ে যাচ্ছে বলে মত বিজ্ঞানীদের। সমস্ত গবেষণাটাই করা হয়েছে আমাজনের রেইনফরেস্টের এক অংশের পাখিদের ওপর।

সূত্র: জিনিউজ


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ