ঢাকা বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

Motobad news

সৌদি জোটের হামলায় ২০০ হুথি নিহত

সৌদি জোটের হামলায় ২০০ হুথি নিহত
ফাইল ছবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সৌদি জোটের হামলায় ইয়েমেনের মারিব ও আল-জাওফ এলাকায় ২০০ হুথি বিদ্রোহী নিহতের খবর পাওয়া গেছে। জোটের মুখপাত্র গতকাল বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন। খবর আরব নিউজের।

জানা গেছে, এদিন হুথিদের লক্ষ্য করে অন্তত ৩৫ বার হামলা চালানো হয়। এতে মারিব ও আল-জাওফের ২০০-এর বেশি হুথি বিদ্রোহী নিহতের পাশাপাশি ধ্বংস হয়েছে ২৪টি সামরিক যান।

উল্লেখ্য, বিদ্রোহীরা ২০১৪ সালে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে উৎখাত করে দেশটির উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ নেয়। পরের বছর ইয়েমেনি সরকারকে সহযোগিতা এবং বিদ্রোহীদের দমনের লক্ষ্যে ইয়েমেন যুদ্ধে যোগ দেয় সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ