ঢাকা বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

Motobad news

ভারতের অন্ধ্রপ্রদেশে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩

ভারতের অন্ধ্রপ্রদেশে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভারতের অন্ধ্রপ্রদেশে ভারি বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন অসংখ্য মানুষ। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। অঞ্চলটি ১৪০ বছরের মধ্যে ভয়াবহ বন্যার কবলে পড়েছে বলে জানিয়েছেন প্রদেশটির কেন্দ্রীয় পানি কমিশনের কর্মকর্তারা।

সপ্তাহজুড়ে ভারি বৃষ্টিপাতে ভয়াবহ বন্যার কবলে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্য। অব্যাহত বৃষ্টিতে রাজ্যটির পেন্না নদীর পানিতে গত কয়েকদিনে একের পর এক লোকালয় প্লাবিত হচ্ছে। অঞ্চলটির কেন্দ্রীয় পানি কমিশনের কর্মকর্তারা বলছেন, গেল কয়েকদিনে রাজ্যটিতে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা ১৪০ বছরের রেকর্ড।
 
পেন্না নদীর পানি দুকূল ছাপিয়ে লোকালয়ে ঢুকে পড়ায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে প্রদেশটির নেল্লোর জেলা। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, গেল কয়েকদিনের রেকর্ড বৃষ্টিপাতে নেল্লোর ব্যারেজ এলাকার ওপর দিয়ে পাঁচ দশমিক উনপঞ্চাশ লাখ কিউসেক পানি প্রবাহিত হয়েছে। এর আগে ১৮৮২ সালে অঞ্চলটিতে এমন পানি প্রবাহের ঘটনা ঘটে।
 
প্রবল জলস্রোতে জেলার গুরুত্বপূর্ণ রাস্তা ভেঙ্গে গেছে। বন্ধ হয়ে গেছে চেন্নাই, কলকাতার সঙ্গে সড়কপথের যোগাযোগ ব্যবস্থা। বিপর্যস্ত জনজীবন। এদিকে নেল্লোর জেলার অনেক মানুষ ঘরবাড়ি ছেড়ে এখন আশ্রয় ক্যাম্পে। এর মধ্যে প্রদেশটির প্রায় বিশ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বেশ কয়েকটি অঞ্চলে স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ