ঢাকা বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

Motobad news

১৯ তলা থেকে পড়েও যেভাবে বেঁচে গেলেন বৃদ্ধা

 ১৯ তলা থেকে পড়েও যেভাবে বেঁচে গেলেন বৃদ্ধা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বহুতল ভবনের ১৯ তলার বারান্দা থেকে হঠাৎ করে পা ফসকে পড়ে যান এক বৃদ্ধা। এরপর ১৮ তলার একটি ফ্ল্যাটের জামাকাপড় শুকানোর র‍্যাকে পা আটকে মাথা ঝুলতে থেকে ১৭ তলার দিকে। এরপর দমকল কর্মীদের তৎপরতায় এ যাত্রায় প্রাণে বেঁচে গেছেন ৮২ বছর বয়সী ওই নারী। ঘটনাটি ঘটেছে পূর্ব চীনের জিয়াংসু প্রদেশে।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান। তারপর একদল ১৮ তলা থেকে তার পা ধরে এবং আরেক দল ১৭ তলা থেকে বাকি শরীর ধরে ওই নারীকে উদ্ধার করে। শেষ অবধি দমকল কর্মীরা ওই নারীকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করতে সক্ষম হন।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট, ইন্ডিয়ান এক্সপ্রেস


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ