ঢাকা বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

Motobad news

চেকপোস্টে না থামায় চিকিৎসককে গুলি করে হত্যা করল তালেবান

চেকপোস্টে না থামায় চিকিৎসককে গুলি করে হত্যা করল তালেবান
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

চেকপোস্টে না থামায় এক তরুণ চিকিৎসককে গুলি করে হত্যা করেছে তালেবান। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে শনিবার এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আফগানিস্তানের হেরাত প্রদেশে এই ঘটনা ঘটে বলে আফগানিস্তানের স্থানীয় খামা সংবাদ সংস্থা জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, আমরুদ্দিন নুরী (৩৩) নামে ওই চিকিৎসক হেরাত শহরের একটি পুলিশের চেকপোস্টে না থামার কারণে তাকে গুলি করা হয় বলে পরিবারের সদস্যরা গণমাধ্যমকে জানান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নুরীর একটা ছোট প্রাইভেট ক্লিনিক ছিল। তিনি সম্প্রতি বিয়ে করেছিলেন।

যদিও কর্তৃপক্ষ তালেবানের গুলিতে ওই চিকিৎসকের নিহত হওয়ার বিষয়টি স্বীকার করেনি। তাদের দাবি তারা এ ধরনের কোনো ঘটনার ব্যাপারে জানেন না। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ