দিল্লি সরকাকে ২৪ ঘণ্টা সময় দিল সুপ্রিম কোর্ট

বায়ু দূষণমুক্ত করতে দিল্লি সরকারকে ২৪ ঘণ্টা সময় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দূষণ সংক্রান্ত এক মামলার শুনানিতে দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানা এ নির্দেশ দেন।
তিনি বলেন, আমার মনে হয় দূষণ নিয়ন্ত্রণে সরকার কিছুই করেনি, শুধুই সময় নষ্ট করেছে। আপনারা যদি ব্যবস্থা না নেন তাহলে আমরা আগামীকাল কঠোর ব্যবস্থা নেব। আমরা আপনাকে ২৪ ঘণ্টা সময় দিচ্ছি।
স্কুলগুলো পুনরায় খোলার বিষয়ে দিল্লি সরকারকে হুঁশিয়ারি দিয়ে সুপ্রিম কোর্ট বলেন, তিন/চার বছরের বাচ্চারা স্কুলে যাচ্ছে। কিন্তু প্রাপ্তবয়স্করা বাড়িতে থেকে কাজ করছে। প্রধান বিচারপতি মন্তব্য করেন, এবার আমরা আপনাদের সরকার চালানোর জন্য কাউকে নিয়োগ করব।
উল্লেখ্য, দীপাবলির পর গত মাসে দিল্লির বায়ুর মান ভয়ানকভাবে খারাপ হয়ে পড়ে। গত মাসে দিল্লির বায়ু দূষণ খারাপ থেকে অতি খারাপের পর্যায়ে নেমে আসে। কৃষি জমিতে খড় পোড়ানোর আগুনকেও দূষণের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল কেন্দ্র ও রাজ্য সরকার পক্ষ থেকে। তবে এই দূষণ নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য আদালতে কেন্দ্র ও রাজ্য একে অপরকে দোষারোপ করেছে। সূত্র: আনন্দবাজার
এইচকেআর