ভিয়েতনামে ভয়াবহ বন্যায় নিহত ১৮

ভিয়েতনামে ভারি বৃষ্টিতে বন্যা ও ভুমিধসে অন্তত ১৮ জন নিখোঁজ রয়েছেন। তাদের অনুসন্ধানে কাজ করছেন উদ্ধারকর্মীরা।
বন্যার পানিতে ডুবে আছে দেশটির অধিকাংশ রাস্তাঘাট, ঘরবাড়ি। বেশ কয়েকটি অঞ্চলে বন্ধ রয়েছে যান চলাচল। নিখোঁজের পাশাপাশি বন্যা ও ভুমিধসে মৃতের আশঙ্কা করছেন স্থানীয় কর্তৃপক্ষ। এদিকে ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত কলোম্বিয়া। আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে স্থানীয় প্রশাসন।
ভিয়েতনামে ভারী বৃষ্টিপাতে দেখা দিয়েছে বন্যা। অঞ্চলটিতে ভুমিধসের ঘটনাও ঘটেছে। বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার জনজীবন। এখন পর্যন্ত বন্যা ও ভুমিধসের ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।
তাদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মী দল। এদিকে নিখোজেঁর পাশাপাশি মৃতের আশঙ্কা করেছে স্থানীয় প্রশাসন। বন্যার পানিতে ডুবে আছে অসংখ্য ঘরবাড়ি, রাস্তাঘাট।
পানিতে তলিয়ে গেছে সাতশ আশি হেক্টর কৃষি জমি ও কফি চাষের ক্ষেত। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ব্যহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। বন্ধ রয়েছে অভ্যন্তরীণ যান চলাচল। বন্যায় আটকে পড়াদের নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে কর্তৃপক্ষ।
এদিকে, ভয়াবহ বন্যার কবলে পড়েছে কলম্বিয়া। স্থানীয় সময় বুধবার রাতে টানা বর্ষণে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে নদীর পানি বেড়ে গিয়ে বিভিন্ন এলাকায় বন্যা দেখা দেয়। রাস্তাঘাট ডুবে যাওয়ার পাশাপাশি বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সড়কে বেশ কিছু যানবাহন আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। যানবাহন ও ক্ষতিগ্রস্তদের উদ্ধারে কাজ করে যাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ। বন্যায় অন্তত ৮০টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যাকবলিতদের সাহায্যে তৎপরতা শুরু করেছে স্থানীয় প্রশাসন।
এইচকেআর