বাস থেকে নেমেই ট্রাকে পিষ্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

ট্রাকচাপায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অজয় মজুমদার নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে সদর উপজেলার সোনাপুর বাসস্ট্যান্ডে বাস থেকে নামার সঙ্গে সঙ্গে দ্রুতগামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হন তিনি।
মেধাবী এই শিক্ষার্থীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিশ্ববিদ্যালয়জুড়ে। বিশ্ববিদ্যালয়সহ সোনাপুর এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সোনাপুর ও নোবিপ্রবির সামনের রাস্তায় পুলিশ টহল জোরদার করা হয়েছে।
নিহত অজয় মজুমদার (২২) নোবিপ্রবি বিশ্ববিদ্যালয়ের ১৩ ব্যাচের ইনফরমেশন সাইন্স ও লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তিনি সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের বাদল চন্দ্র মজুমদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী জাকের হোসেন জানান, দুপুর ১টার দিকে ওই ছাত্র সোনাপুর বাসস্ট্যান্ডে বাস থেকে নামার সঙ্গে সঙ্গে পেছন থেকে দ্রুতগতিতে আসা ঘাতক ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাইজদী শহরের গুডহিল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুধারাম থানার ওসি মো. সাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর ঘাতক ট্রাক ও চালক পালিয়ে যায়। অভিযুক্তদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।
এমবি