হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পরও জীবিত ছিলেন বিপিন!

ভারতের প্রতিরক্ষাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত হয়েছেন। বুধবার (৮ ডিসেম্বর) তামিলনাড়ু কুন্নুর শহরের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হলে জেনারেল রাওয়াত, তার স্ত্রীসহ ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। তবে এত বড় দুর্ঘটনা কীভাবে ঘটল, তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা।
কুন্নুরের এক স্থানীয় বাসিন্দার বরাতে ভারতের টেলিভিশন চ্যানেল এনডিটিভি জানায়, হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পরও জেনারেল রাওয়াত বেঁচে ছিলেন।
শিভ কুমার নামে এই ব্যক্তি বলেন, নিলগিরির পাহাড়ের এক চা বাগানের আকাশে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার সময় তিনি আগুনের বড় গোলা দেখতে পান। এ সময় হেলিকপ্টার থেকে তিনি তিনজনকে পড়ে যেতে দেখেন। এদের মধ্যে একজন ছিলেন পুরুষ। তিনি তার কাছে পানি খেতে চান। এরপর উদ্ধারকারীরা তাকে দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায়। পরে শিভ কুমার জানতে পারেন, সেই পুরুষটি ছিলেন জেনারেল রাওয়াত।
এদিকে, দেশটির সরকার বলছে- বিধ্বস্ত হেলিকপ্টারের ব্ল্যাক বক্স ফ্লাইট রেকর্ডারটি উদ্ধার করা হয়েছে। কর্মকর্তারা জানান, এই দুর্ঘটনার কারণ জানার লক্ষ্যে ফ্লাইট রেকর্ডারের তথ্য পরীক্ষা করে দেখা হবে।
হেলিকপ্টারের একমাত্র জীবিত আরোহী গ্রুপ ক্যাপ্টেন ভরুন সিংকে ব্যাঙ্গালুরুর সামরিক হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।
এমবি