ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

Motobad news

বিশ্বে আরও সাড়ে ৭ হাজারের বেশি মৃত্যু

বিশ্বে আরও সাড়ে ৭ হাজারের বেশি মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

করোনাভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৭ হজাার ৬০২ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে ৬ লাখ ৬ হাজার ১৫১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ লাখ ৫৫ হাজার ৬৮৩ জন।

শনিবার (১১ ডিসেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৬ কোটি ৯৩ লাখ ৯৪ হাজার ৯৯১ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৫৩ লাখ ১০ হাজার ৯৯১ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ কোটি ২২ লাখ ৩৮ হাজার ৫৮১ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৮২৪ জন এবং মারা গেছেন ১ হাজার ৫৭৪ জন। জার্মানিতে আক্রান্ত ৫৮ হাজার ৯৬৯ এবং মৃত্যু ৪৯৬, যুক্তরাজ্যে আক্রান্ত ৫৮ হাজার ১৯৪ এবং মৃত্যু ১২০, রাশিয়ায় আক্রান্ত ৩০ হাজার ৮৭৩ এবং মৃত্যু ১ হজার ১৭৬, পোল্যান্ডে আক্রান্ত ২৪ হাজার ৯৯১ এবং মৃত্যু ৫৭১, ইতালিতে আক্রান্ত ২০ হাজার ৪৯৭ এবং মৃত্যু ১১৮, দক্ষিণ আফ্রিকা আক্রান্ত ১৯ হাজার ১৭ এবং মৃত্যু ২০ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন