ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

Motobad news

নিখোঁজের তিনদিন পরে পুকুরে ভেসে উঠলো শিশু নিসাতের লাশ

নিখোঁজের তিনদিন পরে পুকুরে ভেসে উঠলো শিশু নিসাতের লাশ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নিখোঁজের তিনদিন পরে নিসাত (৯ ) বছরের এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে । শনিবার সকাল ৭ টার দিকে বরগুনা বেতাগী থানা বকুলতলী গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয় । নিহত শিশু নিসাত ঐ গ্রামের জাহাঙ্গীরের  ছেলে । বিসয়টি নিশ্চিত করেছেন বেতাগী থানার অফিসার ইনচার্জ শাহ আলম । এর আগে ৩দিন ধরে নিখোঁজ ছিল নিসাত ।

এলাকাবাসী জানান, জাহাঙ্গীর তার পরিবারসহ ঢাকায় বসবাস করেন।  কিছুদিন পূর্বে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন তারা। বুধবার থেকে নিসাতকে খুঁজে পাওয়া যাচ্ছিল না । শনিবার সকালে বাড়ির পাশ্ববর্তি একটি পুকুরের পানিতে নিসাতকে ভাসতে দেখে এলাকাবাসী । পরে শিশুরটির লাশ উদ্ধার করে তার পরিবার ।


বেতাগী থানার অফিসার ইনচার্জ শাহ আলম জানান, আমরা শিশুর লাশটি উদ্ধার করেছি। ময়নাতদন্তের পরে নিশ্চিত হওয়া যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন