নিখোঁজের তিনদিন পরে পুকুরে ভেসে উঠলো শিশু নিসাতের লাশ


নিখোঁজের তিনদিন পরে নিসাত (৯ ) বছরের এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে । শনিবার সকাল ৭ টার দিকে বরগুনা বেতাগী থানা বকুলতলী গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয় । নিহত শিশু নিসাত ঐ গ্রামের জাহাঙ্গীরের ছেলে । বিসয়টি নিশ্চিত করেছেন বেতাগী থানার অফিসার ইনচার্জ শাহ আলম । এর আগে ৩দিন ধরে নিখোঁজ ছিল নিসাত ।
এলাকাবাসী জানান, জাহাঙ্গীর তার পরিবারসহ ঢাকায় বসবাস করেন। কিছুদিন পূর্বে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন তারা। বুধবার থেকে নিসাতকে খুঁজে পাওয়া যাচ্ছিল না । শনিবার সকালে বাড়ির পাশ্ববর্তি একটি পুকুরের পানিতে নিসাতকে ভাসতে দেখে এলাকাবাসী । পরে শিশুরটির লাশ উদ্ধার করে তার পরিবার ।
বেতাগী থানার অফিসার ইনচার্জ শাহ আলম জানান, আমরা শিশুর লাশটি উদ্ধার করেছি। ময়নাতদন্তের পরে নিশ্চিত হওয়া যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।
এইচকেআর
