প্লাস্টিক কারখানায় আগুন, নিহত ৫

বগুড়ার আদমদিঘি উপজেলার সান্তাহারে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কারখানা থেকে ৫ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
নওগাঁ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক এ কে এম মুরশেদ বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
তিনি বলেন, নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আমরা কারখানার ভেতরে এখনও তল্লাশি চালাচ্ছি। কিছুক্ষণ আগে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে বশীপুরের একটি প্লাস্টিকের কারখানায় আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়েছে পুরো কারখানায়।
দমকল কর্মীদের ধারণা, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্র হতে পারে।
এইচকেআর