ঢাকা সোমবার, ১৪ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম

আমেরিকায় স্থায়ী হচ্ছেন শাকিব খান?

আমেরিকায় স্থায়ী হচ্ছেন শাকিব খান?
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


দেশের অভিনয় শিল্পীদের অনেকেই বিদেশে পাড়ি জমিয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে নায়ক শাকিব খান, এমন গুঞ্জন শোনা যাচ্ছে। এ নিয়ে গণমাধ্যমে সংবাদও প্রকাশ করা হয়েছে।  

এর আগেও শাকিবের আমেরিকায় স্থায়ী হওয়ার বিষয়ে সংবাদ প্রকাশ হয়েছিল। তবে শাকিব খান তা উড়িয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন খবরটি ভুয়া।  

জানা গেছে, টানা ছয় মাস শাকিব আমেরিকায় থাকবেন। ফলে তার সেখানে স্থায়ী হওয়ার বিষয়টি আবারও সামনে এসেছে।  

মঙ্গলবার প্রকাশিত এক সংবাদে জানা গেছে, শাকিব খানের ‘গুলুই’ সিনেমার প্রযোজক খোরশেদ আলম খসরু জানিয়েছেন, শাকিব আমেরিকায় স্থায়ী বসবাসের জন্য আবেদন করেছেন। 

যে কারণে তাকে ছয় মাস সেখানে থাকতে হবে। ইতোমধ্যে এক মাস হয়েছে। যদি সব ঠিকঠাক থাকে তাও মিনিমাম আরও চার মাস তাকে সেখানে থাকতে হবে।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ