ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

Motobad news

শিবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবসে প্রদীপ প্রজ্জলন

শিবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবসে প্রদীপ প্রজ্জলন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস স্মরণে প্রদীপ প্রজ্জলন কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় উপজেলা পরিষদের প্রধান ফটক রাস্তায় এই প্রদীপ প্রজ্জলন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের নেতৃতে প্রদীপ প্রজ্জলনে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশিনার (ভূমি) মোঃ শাহরুখ খান, শিবপুর মডেল থানার ওসি সালাহ্উদ্দিন মিয়া।

তাছাড়া এসময় আরো উপস্হিত ছিলেন উপজেলা আ:লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঞা রাখিল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারহানা আবেদীন, উপজেলা পরিকল্পনা কর্মকর্তা দ্বীন মোহাম্মদ, সমাজ সেবা কর্মকর্তা মাহমুদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আজিজুর রহমান ভুলু মাস্টার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন