ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

Motobad news

আমতলীতে বিদ্যালয়ে বিজয় দিবসের অনুষ্ঠানে হিন্দি গান বাজিয়ে নৃত্য!

 আমতলীতে বিদ্যালয়ে বিজয় দিবসের অনুষ্ঠানে হিন্দি গান বাজিয়ে নৃত্য!
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


বরগুনার আমতলীর একটি শিক্ষা প্রতিষ্ঠানে মহান বিজয় দিবসের ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে দেশাত্মবোধক গান না বাজিয়ে হিন্দি গান বাজিয়ে নৃত্য পরিবেশন করা হয়েছে। বিজয়ের দিনে  বিদেশি গান বাজানোয় ওই এলাকায় সমালোচনার ঝড় বইছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের  সোনাখালী স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে হঠাৎ করে মঞ্চে হিন্দি গানের তালে তালে নৃত্য শুরু  করে এক কিশোর।
১ মিনিট ১০ সেকেন্ডের একটি ভিডিও চিত্রে দেখা যায়, অতিথিদের সামনে মঞ্চে হিন্দি গানের তালে তালে নৃত্য পরিবেশন করছে এক কিশোর। তখন প্যান্ডেল ভর্তি শিক্ষার্থী। তারাও গানের তালে উচ্ছ¡াস প্রকাশ করছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অনুষ্ঠানে আসা অনেকেই। 

আঠারোগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহেল সালাম মোল্লা বলেন, আমি এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই। সোনাখালী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ ইউসুফ মিয়া মুঠোফোনে  বলেন, বিষয়টা খুবই দুঃখজনক। ভুলক্রমে এটা হয়ে গেছে।

উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার  আলহাজ্ব গাজী দেলোয়ার হোসেন বলেন, বিজয়ে সুবর্ণজয়ন্তীতে হিন্দি গান বাজিয়ে নৃত্য করবে সেটা মেনে নেওয়া যায় না। আজকে দেশাত্মবোধক গানের মাধ্যমে সকল কার্যক্রম পরিচালনা করতে হবে।

এ বিষয়ে আমতলী উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) একেএম আব্দুল্লাহ বিন রশিদ মুঠোফোনে বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।
 


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন