ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

Motobad news

বঙ্গোপসাগরে পাথরঘাটার জেলে নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

বঙ্গোপসাগরে পাথরঘাটার জেলে নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনার পাথরঘাটা থেকে দক্ষিণে বঙ্গোপসাগরের বিষখালী ও বলেশ্বর মোহনায় এফবি সিমা-২ নামে মাছধরা ট্রলার থেকে পড়ে গিয়ে শাহিন (৩৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছে। তাকে উদ্ধারে জেলা মালিক সমিতির পক্ষ থেকে সাগরে অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।


নিখোঁজ শাহিন পাথরঘাটা সদর ইউনিয়নের বাদুরতলা জেলে পল্লীর আব্দুস সোমেদ মিয়ার ছেলে।


এফবি সিমা-২ ট্রলারের মালিক আনসার খাঁনের বরাদ দিয়ে গোলাম মোস্তফা চৌধুরী জানান, গত বৃহস্পতিবার ভোররাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ট্রলারের এক পাশে বসে জেলে শাহিন। এরপর তুানের আঘাতে ট্রলার থেকে ছিটকে পড়ে যায় সে। এরপর থেকে এখ নপর্যন্ত তার খোঁজ কোন মেলেনি। এর আগে গত ৮ ডিসেম্বর ট্রলারের মাঝি জাকিরের নেতৃত্বে পাথরঘাটা ঘাট থেকে ১২ জন মাঝিমাল্লাসহ সাগরে মাছ ধরার জন্য যায় ট্রলারটি।


এদিকে ঘটনার পর শুক্রবার সকালে পাথরঘাটা থেকে তিনটি ট্রলার নিখোঁজ শাহিনের খোঁজে বঙ্গোপসাগরে পাঠায় জেলা ট্রলার মালিক সমিতি।
কোস্টগার্ড দক্ষিণ স্টেশন কোস্টগার্ড কমান্ডার লেফটেন্যান্ট হারুনুর রশিদ জানান, নিখোঁজ জেলের খোঁজে উদ্ধার অভিযান চলছে।
 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন