ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম
  • ২৫ পাটকল চালুসহ বিভিন্ন দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ দিল্লি বিস্ফোরণে প্রধান সন্দেহভাজন উমরের বাড়ি গুঁড়িয়ে দিলো ভারত এক হাসিনা যাওয়ার পর আরেক হাসিনা আসার প্রস্তুতি চলছে: পাটওয়ারী বরিশালে শীতের আমেজ, ১০-২০ শতাংশ বৃদ্ধি গরম পোষাকের দাম  বরিশালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ১২৭ শিশু ভর্তি, একজনের মৃত্যু   দৌলতখানে বিএনপির  কমিটিতে আওয়ামী লীগ কর্মীর নাম , ক্ষুব্ধ নেতাকর্মীরা বানারীপাড়ায় কেরামত আলী খান মৃত্যুর ২ বছর পর পেলেন বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি ভোলায় ২০ মিনিট অবরুদ্ধ তিন উপদেষ্টা বরগুনায় গভীর রাতে বাসে অগ্নিসংযোগ, গ্রেফতার ৫ একই দিনে গণভোট ও নির্বাচন ঘোষণায় জাতি হতাশ: চরমোনাই পীর
  • নৌকার প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

    নৌকার প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম সেলিম হোসেন (৩২)।

    নিহত সেলিম দেবোত্তর ইউনিয়নের শ্রীকান্তপুর গ্রামের মো. জমসেদ আলীর ছেলে। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন।

    ঘটনার পর এলাকাবাসী ও নিহতের স্বজনরা সেলিমের লাশ নিয়ে মিছিল করেন। তারা হত্যাকারীদের ফাঁসির দাবি জানান।

    প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, দেবোত্তর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবু হানিফ মো. মোহাইমেনুল হোসেন চঞ্চলের সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী কেএম শাহিন হোসেনের সমর্থকদের প্রচারণা নিয়ে উত্তেজনা চলছিল।

    শনিবার দুপুরে সেলিমসহ স্বতন্ত্র প্রার্থী শাহিনের সমর্থকরা ইউনিয়নের রায়পুর গ্রামে ভোট চাইতে গেলে নৌকার প্রার্থী চঞ্চলের সমর্থকদের সামনে পড়ে যায়। এ সময় দু’গ্রুপের সংঘর্ষে সেলিমসহ কমপক্ষে ১৩ জন গুরুতর আহত হন। সেলিমকে উদ্ধার করে পাবনা জেনারের হাসপাতালে ভর্তি করা হলে বিকাল সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আহত অন্যদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    স্বতন্ত্র প্রার্থী শাহিন অভিযোগ করে বলেন, কোনো সংঘর্ষ নয়, নৌকা প্রার্থীর সমর্থকরা হামলা চালিয়ে সেলিমসহ তার ১৫-১৬ জন সমর্থককে আহত করেছেন। সেলিম হাসপাতালে মারা গেছে।

    এদিকে সেলিমের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনার সৃষ্টি হয়। সন্ধ্যায় বিক্ষুব্ধরা নিহত সেলিমের লাশ নিয়ে মিছিল করে এবং হত্যাকারীদের ফাঁসি দাবি জানায়।

    ঘটনার বিষয়ে আটঘরিয়া থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, কেউ এখনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি তারা খতিয়ে দেখছেন বলেও জানান তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ