আমতলীতে ২২মন জাটকা জব্দ


বরগুনার আমতলীতে ২২মণ জাটকা আটক করা হয়েছে । রবিবার বিকালে আমতলী ফায়ার সার্ভিস ষ্টেশনের সামনে দিয়ে কুয়াকাটা থেকে রোহান পরিবহন ২২ মন জাটকা নিয়ে খুলনা যাওয়ার পথে আমতলী থানা পুলিশ আটক করেন। জাটকা মাছ বহনের দায়ে রোহান পরিবহনের সুপার ভাইজারকে ৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. নাজমুল ইসলাম ।
পরে আটককৃত মাছ উপজেলার ১২টি অনুদান প্রাপ্ত এতিম খানায় বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা হালিমা সরদার, উপজেলা সমাজসেবা অফিসার মো.মঞ্জুরুল হক কাওসার, মেরিন ফিশারিজ অফিসার এস এম ফারাহ, আমতলী থানা পুলিশ এবং মৎস্য দপ্তরের অন্যান্য সদস্যরা।
এইচকেআর
