ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

Motobad news

স্বামীর কোটি টাকা আত্মসাত, আমতলীতে শিক্ষিকার বিরুদ্ধে মামলা

স্বামীর কোটি টাকা আত্মসাত, আমতলীতে শিক্ষিকার বিরুদ্ধে মামলা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনার আমতলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়-১৭৩’র প্রধান শিক্ষিকা সানজিদা খানের বিরুদ্ধে গত বুধবার পৌর শহরের চিংগুড়িয়া এলাকার ইতালি প্রবাসী নাগরিক রত্তন পাহলান আদালতে নালিশি মামলা দায়েরের পর কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শোভন শাহরিয়ার’র সিআইডিকে ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহপূর্বক অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলায় কলাপাড়া শহরের মাদ্রাসা রোড এলাকার বাসিন্দা ও আমতলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়-১৭৩’র প্রধান শিক্ষিকা সানজিদা খানের সঙ্গে তার পিতা মো. আনোয়ার হোসেন খান এবং মাতা মোসা. জাহানারা খানকে আসামি করা হয়েছে।

জানা যায়, স্ত্রীর প্রতি অগাধ বিশ্বাস, ভালোবাসা ও সরল বিশ্বাসে ইতালি থেকে রেমিট্যান্সের মাধ্যমে নভেম্বর ২০১১ সাল হতে ডিসেম্বর ২০১৯ সাল পর্যন্ত স্ত্রীর এবং শ্বশুরের নম্বরে আনুমানিক ১ (এক কোটি) টাকা বাদী প্রেরণ করেন। যা আসামিরা রেমিট্যান্স সুবিধা সম্বলিত রাষ্ট্রায়াত্ত ও বেসরকারি বিভিন্ন ব্যাংক থেকে উত্তোলন করে আত্মসাৎ করেন। চলতি বছরের ২২শে অক্টোবর ইতালি থেকে দেশে ফেরার পর প্রবাসী স্বামীর প্রতি স্ত্রীর অমনোযোগী থাকার বিষয়টি বাদীর গোচরীভূত হয়।

এ বিষয়ে জানতে অভিযুক্ত প্রধান শিক্ষিকা স্ত্রী সানজিদা খানের সঙ্গে একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও রিসিভ না করায় সংযোগ পাওয়া যায়নি। ক্ষুদে বার্তা পাঠিয়েও সাড়া মেলেনি।

 

 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন