আমতলীতে মহাসড়কে পণ্য লোড আনলোড, বাড়ছে যানজট

বরগুনার আমতলী উপজেলার আমতলী কুয়াকাটা আমতলী বরগুনা মহাসড়কের জায়গা দখল করে আমতলী নুতন বাজার বাধঘাট থেকে চৌরাস্তা হয়ে তালুকদার মার্কেট পর্যন্ত ভারি যানবাহন দাড় করিয়ে পণ্য উঠা নামা করায় সড়কে এখন যানঝট নিত্য দিনর ঘটনা। দীর্ঘদিন ধওে আমতলী নতুন বাজার বাঁধঘাট বাজারের রাস্তায় এ ধরনের ঘটনার কারনে সড়কে যান চলাচলের বাধার সৃষ্টি হচ্ছে। সাধারন পথচারিদের পড়তে হচ্ছে ভোগান্তির মধ্যে।
স্থাণীয় লোকজন জানায়, পটুয়াখালী কুয়াকাট বরগুনা মহাসড়কের নতুন বাজার বাধঘাট সড়কের প্রসস্থ জায়গায় প্রতিদিন ট্রাক রেখে বিভিন্ন মালামাল উঠানামা করা হয়। সড়কের জায়গায় এভাবে সকাল থেকে রাত পর্যন্ত ট্রাক দাড় করার কারনে সড়কে চলাচলকারী অন্যান্য যানবাহন যানজটের মধ্যে পড়ে।
আমতলী সার্কেলের ট্রাফিক ইন্সপেক্টর মো. আব্দুল খালেক বলেন, মহাসড়কে সাধারন চলাচলকারীদের বিঘœ সৃষ্টি করে রাস্তার উপরে যানবাহন দাড় করিয়ে মালামাল উঠানামা করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এসএম