ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

Motobad news

আমতলীতে আমনের বাম্পার ফলনে কৃষকদের প্রাণের উচ্ছ্বাস!

আমতলীতে আমনের বাম্পার ফলনে কৃষকদের প্রাণের উচ্ছ্বাস!
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

উপকূলীয় জনপদ বরগুনার আমতলীতে   এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। এ বছর আমন ধানের চারা রোপনের পর থেকেই হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি অব্যাহত থাকায় অধিক ফলন হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা।  বাজারে ধানের দাম বেশী থাকায় খুশি কৃষকরা। আমতলী উপজেলায় ৮৭ হাজার ৯শ ৭৫ মেট্রিকটন ধার উৎপাদনের লক্ষমাত্রা উপজেলা কৃষি বিভাগের। ভালো ফলন হওয়ায় ওই লক্ষমাত্রা অর্জিত হবে বলে আশা করেন  উপজেলা কৃষি বিভাগ।  

জানাগেছে, আমতলীসহউপকুলীয় অঞ্চলের মাঠের পরে মাঠে এখন আমন ধান রাতে শিশিরে ভেজা সুর্য্যাদ্বয়ের সাথে সাথে ধানের গোছা অপরূপ  সবুজের সমহারে কৃষককে আহবান করছে। এচিত্র  চিরাচরিত রূপসী বাংলার অপরূপ দৃশ্য। এ দৃশ্য দেখে সকল মানুষের হৃদয় ছূয়ে যায়। শ্যামল সবুজ এ বাংলার চিত্র কতইনা সুন্দর।  আমতলী কৃষি অফিস সূত্রে জানাগেছে, আমতলী উপজেলার ০৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা রয়েছে।

এ বছর আমতলী উপজেলার ২৩ হজার ৪’শ ৬০ হেক্টর জমিতে আমণের লক্ষমাত্রা ধরা হয়েছে। আমনের বাম্পার ফলন হওয়ায় হেক্টর প্রতি ৩.৭৫ মেট্রিকটন হিসেবে  ৮৭ হাজার ৯শ ৭৫ মেট্রিকটন আমন উৎপাদন হবে বলে ধারনা করছে কৃষি বিভাগ।   বাজারে আমন ধানের দাম ভলো। প্রতিমণ  ধান ৮’শ টাকা থেকে ৮৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। আমতলী-তালতলীর উৎপাদিত ধান দেশের বিভিন্ন স্থানে রপ্তানী হচ্ছে।  হলদিয়া গ্রামের  জাকির মিয়া  বলেন, ২ একর জমিতে আমন ধানের চাষ করেছি। ফলন ভালো হয়েছে। আমতলী উপজেলা কৃষি  অফিসার  সিএম রেজাউল করিম বলেন, এ বছর আমনের বাম্পার ফলন হয়েছে। এ বছর আমনের লক্ষমাত্রা অর্জিত হয়েছে।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন