ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

Motobad news
লঞ্চে আগুন

৩০ কফিনের সারি, জানাজা অনুষ্ঠিত

৩০ কফিনের সারি, জানাজা অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুনের ঘটনায় নিহতদের মধ্যে ৩০ জনের জানাজা বরগুনায় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে বরগুনা সার্কিট হাউজ ঈদগা ময়দানে ৩০ জনের সম্মিলিত জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে এখন তাদের দাফনের কার্যক্রম চলছে।

বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, ঝালকাঠি জেনারেল হাসপাতাল থেকে মোট ৩৭ জনের মরদেহ বুঝে নেয় বরগুনা জেলা প্রশাসন। এদের মধ্যে আগেই পাঁচজনের মরদেহ শনাক্ত করে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। বাকি ৩২ জনের মধ্যে শনিবার  সকালে স্বজনরা আরও চারজনের মৃতদেহ শনাক্ত করেছে। এই চারজনের মধ্যে দুইজনের মরদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।

তিনি জানান, পরিচয় শনাক্ত হওয়া আরও দু'জনসহ ৩০ জনের জানাজা বরগুনা সার্কিট হাউজ ঈদগা ময়দানে অনুষ্ঠিত হয়েছে। বরগুনা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে জানাজায় স্থানীয় সংসদ সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

জেলা প্রশাসক আরও জানান, জানাজার পর পরিচয় শনাক্ত হওয়া দু'জনের মরদেহ স্বজনদের বুঝিয়ে দিয়ে বাকি ২৮ জনের মরদেহ দাফনের প্রস্তুতি চলছে। তবে প্রতিটি মরদেহের ময়নাতদন্ত করে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা রাখা হয়েছে। পরবর্তী সময়ে তাদের কোনো স্বজন যদি ডিএনএ নমুনা নিয়ে আসেন তবে কবর শনাক্ত করে দেওয়া হবে।


এদিকে শুক্রবার দিনব্যাপী বরগুনার বিভিন্ন এলাকায় যোগাযোগ করে জানা গেছে, বরগুনা সদর উপজেলার মাইঠা এলাকার ইদ্রিস খান, মনোয়ারা, পাথরঘাটার টেংরা গ্রামের পপি আক্তার, পাথরঘাটা পৌরসভার তালতলা এলাকার আবদুর রাজ্জাক, পাথরঘাটার কালমেঘার কালিবাড়ি এলাকার রাকিব মিয়া, বরগুনা সদরের হাফেজ তুহিনের মেয়ে (নাম অজ্ঞাত), বরগুনা সদরের ছোট আমতলী এলাকার জয়নব বেগম, মির্জাগঞ্জ উপজেলার রিনা বেগম ও তার মেয়ে রিমা, বরগুনা সদরের পরীরখাল এলাকার মা মেয়ে রাজিয়া ও নুসরাত, বরগুনার ঢলুয়া এলাকার মোল্লারহোড়া গ্রামের একই পরিবারের মা তাসলিমা (৩৫) ও তার মেয়ে মিম (১৫) তানিশা (১২) ও ছেলে জুনায়েদ,বরগুনার বুড়িরচর ইউনিয়নের মানিকখালী গ্রামের আবদুল হাকিম, তার স্ত্রী পাখি ও ছেলে নসরুল্লাহ, সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের খাজুরা গ্রামের মঈন, তার ফুফাত ভাই আবদুল্লাহ ও তার শালী আছিয়া নিখোঁজ রয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন