ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

Motobad news

পাথরঘাটায় লঞ্চ দূর্ঘটনায় নিহত রাজ্জাক মাস্টারের দাফন সম্পন্ন

 পাথরঘাটায় লঞ্চ দূর্ঘটনায় নিহত রাজ্জাক মাস্টারের দাফন সম্পন্ন
নিহত রাজ্জাক মাস্টার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পাথরঘাটার পৌরসভার ৬ নং ওয়ার্ডের লঞ্চ দূর্ঘটনায় নিহত রাজ্জাক মাস্টারের তার নিজ বাড়িতে সকাল ১০ টায় জানাজা নামাজ অুষ্ঠিত হয়। জানাজা নামাজে বিভিন্ন পেশার মানুষের অংশ গ্রহন করেন।

রাজ্জাক মাস্টারের জানাযা নামাযে জন সাধারনের উপস্থিত ছিল ব্যাপক। গন্যমান্য ব্যাক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন মাননীয় সাংসাদ শওকত হাসান রিমন, মেয়র আনোয়ার হোসেন আকন, কাউন্সিলর বৃন্দ,সাংবাদিক বৃন্দ, বিভিন্ন পেশার মানুষ।

উল্লেখ্য বৃহস্পতিবার দিন গত রাত সাড়ে ৩ টায় ঝালকাঠিতে এমভি অভিযান-১০ নামের একটি যাত্রীবাহী লঞ্চে ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে। এসময় লঞ্চে বেশ কয়েকজন যাত্রী দগ্ধ হন। প্রাণে বাঁচতে বেশ কয়েকজন নদীতে ঝাঁপ দিয়ে প্রানে বেঁচে গেলেও রাজ্জাক মাস্টারের ঝাঁপ দেয়া সম্ভব হয়নি তাকে মৃত্যুর স্বাদ গ্রহন করতেই হয়েছে। একই লঞ্চ দূর্ঘটনার কবলে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার হুসাইন মোহাম্মদ  আল- মুজাহিদ  দম্পতি ঐ সময় লঞ্চে ছিলেন। ইউএনও নদীতে ঝাঁপ দিয়ে অল্পের জন্যে প্রানে বেঁচে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ৪১ জনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন