নদী থেকে মৃত ডলফিন উদ্ধার

প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে মৃত অবস্থায় একটি ডলফিন উদ্ধার করা হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শার আকবরিয়া এলাকার হালদা নদীর অংশ থেকে ডলফিনটি উদ্ধার করা হয়।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম বলেন, স্থানীয়দের সহায়তায় আকবরিয়া এলাকা থেকে মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। কীভাবে মারা গেল সেটি জানা যায়নি। এটি মাটিচাপা দেওয়া হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কো-অর্ডিনেটর অধ্যাপক মনজুরুল কিবরিয়া বলেন, নদী থেকে উদ্ধার করা মৃত ডলফিনটির দেহ পচে গেছে। কীভাবে ডলফিনটি মারা গেছে তা বোঝা যাচ্ছে না। ডলফিনটির দৈর্ঘ্য প্রায় ৫ ফুট, ওজন ১৫ কেজির মতো হবে। পচে যাওয়ায় মৃত ডলফিনটি হাটহাজারী উপজেলার রামদাস মুন্সির হাট এলাকায় মাটিচাপা দেওয়া হয়েছে।
২০১৭ সালের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত হালদা নদী থেকে ৩৩টি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে।
ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) লাল তালিকাভুক্ত বিপন্ন প্রজাতির মিঠাপানির ডলফিন হালদায় রয়েছে।
এমবি